,

পৌরকর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা আদায়ের দাবী পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন চল বেসৈয়দ নকীবুর রহমান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমান বলেছেন পৌরকর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাতে বেতন ভাতা আদায়ের দাবী পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন চলবে। জেল, জুলুম, সাসপেনশন কোন কিছুর ভয়েই ন্যায্য দাবী আদায়ের এ আন্দোলনকে দমন করা যাবে না। গতকাল হবিগঞ্জ পৌরসভায় বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভগীয় নেতৃতৃন্দের সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সৈয়দ নকীবুর রহমান বলেন বাংলাদেশের ৩২৪টি পৌরসভার ১৮ হাজার কর্মকর্তা কর্মচারীর ন্যায় দাবী ‘রাজস্ব খাতে বেতন ভাতা চাই’। রাজস্বখাতে বেতন-ভাতা না হওয়ার ফলে সারাজীবন চাকুরী করে পৌরকর্মকর্তা-কর্মচারীরা চাকুরী শেষে পেনশন থেকে বঞ্চিত হয়ে আসছেন। সৈয়দ নকীবুর রহমান বলেন বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের গত ৮ মাসের আন্দোলনের ফলে সরকারের উচ্চ মহল হতে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। তিনি বলেন ইতিমধ্যে দাবী আদায়ের পথে বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারীরা অনেকদুর এগিয়ে গেছেন। তিনি আশা প্রকাশ করেন যেহেতু সরকার পৌরকর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবীর প্রতি সহানুভুতিশীল রয়েছে সেহেতু শীঘ্রই এ আন্দোলন আলোর মুখ দেখবে। সৈয়দ নকীবুর রহমান বলেন ‘বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আন্দোলন কোন নেতা হওয়ার আন্দোলন নয়, এটি হচ্ছে রুট-রুজির আন্দোলন, ন্যায্য দাবী আদায়ের আন্দোলন। আমরা সারা বাংলদেশের পৌরকর্মকর্তা-কর্মচারীরা যখন আন্দোলনে নেমেছি, দাবী আদায় করে ছাড়াবো ইনশাল্লাহ।’ তিনি বলেন প্রতিটি পৌরসভায় এ আন্দোলন শীঘ্রই আরো জোরদার হচ্ছে। বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভগীয় সহসভাপতি হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক রনধীর রায়, সদস্য একেএম নুরুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, সিলেট বিভাগীয় কমিটির সদস্য শেখ জালাল উদ্দিন, মোঃ তাহের আলী, মোঃ ফরিদ মিয়া, মোঃ হাবিবুর রহমান, অবনী কুমার দাস ও পৌরকর্মচারী সংসদের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। মতবিনিময় সভায় বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের দাবীর সাথে সংহতি প্রকাশ করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম।


     এই বিভাগের আরো খবর