,

মাধবপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার জন্য মাইকিং করা হয়। অভিযানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। সরেজমিনে দেখা গেছে, মাস্ক ছাড়া কেউ বের হলেই জরিমানা করছেন মাঠে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। এছাড়া নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন তাদেরকেও জরিমানার আওতায় আনা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন বলেন, ‘যারা সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে আইনের আওতায় আনা হবে। লকডাউনের প্রথম দিনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’ অন্যদিকে কঠোর লকডাউন উপলক্ষে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটদের পাশাপাশি মহাসড়কে টহল দেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পাশাপাশি সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগণকে সচেতন করার লক্ষে ঢাকা সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় নির্দেশনা মানাতে মাইকিং করা হয়।


     এই বিভাগের আরো খবর