,

নবীগঞ্জে একটি রাস্তার কাজে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার একটি রাস্তার কাজে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চলিতাপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র মোঃ জয়নাল আবদীন অভিযোগে উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের সঈদপুর-ইনাতগঞ্জ সড়ক থেকে চলিতাপুর রফিক উল্লার বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নের জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে দেড় লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। ২৮০ ফুট রাস্তা ইট সলিং কাজের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান বদরুজ্জামান চৌধুরী এন্টার প্রাইজ। কিন্তু ঠিকাদার স্থানীয় ওয়ার্ড মেম্বার ইউসুফ আলীর পরামর্শে নির্ধারিত স্থানের পরিবর্তে রাতের আধারে অন্যত্র নামে মাত্র কাজ করে টাকা পকেটস্থ করার চেষ্টায় লিপ্ত। অভিযোগে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।


     এই বিভাগের আরো খবর