,

নবীগঞ্জে সরকারী রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদ করায় আদালতে মিথ্যা মামলা- নিরাপত্তা চেয়ে ইউএনও বরাবর অভিযোগ দায়ের

সংবাদদাতা ॥ নবীগঞ্জে সরকারী চলাচলের রাস্তার ইটসলিংয়ের ইট তুলে নেয়ায় প্রতিবাদ করার উল্টো প্রতিবাদকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় গ্রামে। জানা যায়, কৈখাইড় গ্রামের মখলিছ মিয়ার বাড়ি হতে ভুক্তভোগী অলিউর রহমান এর বাড়ি পর্যন্ত এলজিএসপি কর্ত”ক ইট সলিং রাস্তা তৈরি করা হয়। প্রায় ৫০ বছর যাবত এই রাস্ত দিয়ে মানুষেরা যাতায়ত করে আসছেন। পরবর্তীতে প্রায় ৮ বছর যাবত রাস্তাটির কিছু অংশ ইট সলিং করা হয়। কিন্তু বিভিন্ন সময় প্রতিবেশী রুমন মিয়া গংরা রাস্তার ইট তুলে নিয়ে যায়। যা নিয়ে বহুবার অলিউর রহমানের উপর আক্রমণ করে প্রতিবেশী আনহার মিয়ার পুত্র রুমন মিয়া (৩১), রুবেল মিয়া (২৯), রুজেল মিয়া (২৭)। পরবর্তীতে অলিউর রহমান নিজের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১১ই মে ২০২০ইংরেজিতে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন, যার ডায়েরি নং ৫৫৯/১১-০৫-২০২০ইং। এরপর আবারও গত ১১ জুন ২০২০ইং তারিখে রাস্তার কাজে ব্যবহৃত ইট তুলে তাদের বাড়িতে নিয়ে যেতে দেখে প্রতিবেশী অলিউর রহমান তাদেরকে রাস্তার ইট তুলে নিয়ে যেতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ভ’য়া মামলা দায়ের করে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের মামলার ভয় এবং প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। আবারও গত ২২ই আগস্ট ২০২১ইং তারিখে উপরোক্ত ব্যক্তিরা আবার রাস্তার ইট তুলে নিয়ে যায়। এতপর প্রতিবেশী শাহিন মিয়া তাদেরকে আবারও ইট তুলতে দেখেন। পুনরায় তারা বিভিন্ন ধরনের মামলা ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে হেও প্রতিপন্ন করে আসছে। স্থানীয় মুরুব্বি ও এলাকার বিভিন্ন মহলের কাছে এর সুরাহা না পেয়ে ভ’ক্তভোগি অলিউর রহমান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল ০৬ আগষ্ট সোমবার অভিযোগ দায়ের করেন। সেই সাথে রাস্তা সংস্কারের জন্য ইউএনও এর কাছে আবেদন জানান।


     এই বিভাগের আরো খবর