,

শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

আর এইচ শাহিন ॥ শায়েস্তাগঞ্জে বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠান কে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/১৭ ধারা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১/৫২ ধারায় ড্রাইভার বাজারের মায়ের দোয়া বেকারি কে ৩৫ হাজার টাকা, পুরানবাজার এলাকার রিনা জুস ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের পরিদর্শক মোঃ পারভেজ মিয়া। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন , বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে র?্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।


     এই বিভাগের আরো খবর