,

লাখাইয়ে অনিশ্চয়তায় কয়েক হাজার ভাতাভোগী

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপের অভাবে ভাতাপ্রাপ্তিতে ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাভোগীরা দীর্ঘদিন যাবৎ তাদের নামে ইস্যুকৃত কার্ডের মাধ্যমে ভাতা না পেয়ে পড়েছে বিড়ম্বনায়। কেউবা ৯ মাস আবার কেউবা বছরাধিকাল যাবৎ ভাতার অর্থ না পেয়ে অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে। এমন বাস্তবতায় ভাতা পাওয়ার জন্য ভুক্তভোগীরা প্রায় প্রতিদিন সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেও কোন সদুত্তর পাননি। উপজেলা সমাজসেবা অফিসসূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, লাখাইয়ে ৬টি ইউনিয়নে মোট ৬,৪০০ জনকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরণের ভাতার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬,৩০০ জন ভাতাভোগীর ভাতার অর্থ হালনাগাদ প্রদান করা হয়েছে। বাদবাকি ১০০ জন ভাতা ভোগীর ভাতার টাকা অদ্যাবধি পায়নি। এই ভাতা না পাওয়ার কারণ হিসেবে প্রদত্ব মোবাইল নাম্বারে ত্রুটির কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রতিকার পাওয়ার আশায় সমাজসেবা অফিসে আগতদের সাথে আলাপকালে উপজেলার পূর্ববুল্লা গ্রামের মাজুমিয়া জানান, ‘আমি ২০১৯ সালের এক কিস্তি ও ২০২০ সালের দেড় কিস্তির টাকা পাওয়ার পর আর কোন টাকা পাইনি। আমি আজ সারাদিন অফিসে বসে থেকে অফিসারের দেখা না পেয়ে চলে এসেছি। গত কয়েকদিন এভাবে এসেও কোন সদুত্তর পাইনি।’ এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার আফজালুর রহমান এর সাথে বার বার মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।তাই তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন বঞ্চিত ভাতাভোগীরা।


     এই বিভাগের আরো খবর