,

নবীগঞ্জের করগাঁও ইউনিয়নে ২০২২ ২০২৩ অর্থ-বছরের বাজেট ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ১৮ মে (বুধবার) করগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত সভায় বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা। ইউপি সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য মোঃ অলিউর রহমান, গীতা পাঠ করেন ইউপি স্বাস্থ্য পরিদর্শক স্বপন কুমার দাশ। বাজেটে ২০২২-২০২৩ অর্থ-বছরের সম্ভাব্য আয় হিসেবে ১ কোটি ৭২ লক্ষ ৬২ হাজার ৪০২ টাকা ও সম্ভাব্য ব্যয় হিসেবে ১ কোটি ৬৯ লক্ষ ৩১ হাজার ৬ শত ১৭ টাকা এবং উদ্ধৃত্ত হিসেবে ৩ লক্ষ ৩০ হাজার ৭ শত ৮৫ টাকা ধরা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শ্রী বিধু ভূষন দাশ, বড় শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, পাঞ্জারাই সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফণি ভূষণ রায়, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, সুজিত দাশ, মোঃ সাইদুর রহমান, বিকাশ দত্ত রায়, মোঃ বদরুজ্জামান, কালন দাশ, মোঃ আব্দুল ওয়াহিদ, জবা রাণী দাশ, সুলেমা বেগম, আয়েশা আক্তার, হিসাব সহকারী মিঠুন রায়, পরিবার পরিকল্পনা কর্মী উর্মি রাণী সাহা, স্বপ্না রানী মহাপাত্র, মল্লিকা দাশ তালুকদার, জুমা দেব, কল্পনা রাণী ভট্টাচার্য, ইউপি উদ্যোক্তা, গ্রাম পুলিশ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর