,

ফের করোনার প্রাদুর্ভাব :: ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদির

সময় ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় দেখা দেওয়ায় ১৬টি দেশে নিজেদের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব। দেশগুলো হলো- লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলা। খবর গালফ নিউজের। গত কয়েক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে আল-এরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণলায় নিশ্চিত করেছে দেশটিতে এখন পর্যন্ত কোনো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়নি। দেশটির স্বাস্ব্য রক্ষা বিষয়ক উপমন্ত্রী ডা. আব্দুল্লাহ আসিরি বলেছেন, সন্দেহভাজন মাঙ্কিপক্স শনাক্ত ও পর্যবেক্ষণ এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা সৌদির রয়েছে।


     এই বিভাগের আরো খবর