,

নবীগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন’

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন’ করা হয়েছে। আজ ২৯ জুন (বুধবার) সকাল ১১ টায়  নবীগঞ্জ পৌরসভার কনফারেন্সে রুমে পৌরসভার মাসিক সাধারণ সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় মেয়রের অনুমতিক্রমে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো: জালাল উদ্দীন নবীগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪২,৮৪,৮০,১২৯ টাকার খসড়া বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে সর্বমোট ৪২,৮৪,৮০,১২৯ টাকা আয়, ৪২,৬৮,৮৪,৭০০ টাকা ব্যয় এবং ১৫,৯৫,৪২৯ টাকা সার্বিক উদ্ধৃত্ত দেখানো হয়।
বাজেটের সারসংক্ষেপ- (১) মোট রাজস্ব আয়  ৫,৪৮,৮০,১২৯টাকা, (২) মোট উন্নয়ন আয় ৩৭,৩৬,০০,০০০ টাকা, এর মধ্যে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা (বিশেষ বরাদ্দসহ) মঞ্জুরী ১,৫০,০০,০০০ টাকা, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প ১০,০০,০০,০০০ টাকা, ইউজিআইআইপি ৫০,০০,০০০ টাকা, জলবায়ু পরিবর্তন জনিত কারণে ট্রাস্ট ফাণ্ডের অনুদান ৫০,০০,০০০ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প  ১০,০০,০০,০০০ টাকা, কোভিড-১৯ এর ক্ষতি জনিত প্রভাব মোকাবেলায় অনুদান ৫০,০০,০০০ টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১০,০০,০০,০০০ টাকা, পৌর ভবন ৪,০০,০০,০০০ টাকা, অন্যান্য খাতে আয় ৩৬,০০,০০০ টাকা। সর্বমোট আয় ৪২,৮৪,৮০,১২৯ টাকা, এর মধ্যে রাজস্ব ব্যয় ৫,৪০,৬০,০০০ টাকা, উন্নয়ন ব্যয় ৩৭,২৮,২৪,৭০০ টাকা, সর্বমোট ব্যয় ৪২,৬৮,৮৪,৭০০ টাকা এবং সার্বিক উদ্ধৃত্ত ১৫,৯৫,৪২৯ টাকা।
উক্ত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-০১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আঃ সোবহান, প্যানেল মেয়র-০৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল দাশ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর  যুবরাজ গোপ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, উপ-সহকারী প্রকৌশলী অরুণ কুমার দাশ ও প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ। এসময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী কর নির্ধারক ঊমা রানী বণিক, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর