,

নবীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

উত্তম কুমার পাল হিমেল ॥ “দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ এমএ মুনিম চৌধুরী বাবু। উদ্ভোধনের পূর্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ এম.এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা প.প. কর্মকর্তা ডা: রথীন্দ্র চন্দ্র দেব, ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রউফ, জাতীয় পার্টির সভাপতি ডা: শাহ আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহনুর আলম সানু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: দুলাল উদ্দিন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মোঃ খলিলুর রহমান দুদু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খান, মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষে মেলায় আগত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর