,

শোক দিবসে আলোচনা সভায় আলমগীর চৌধুরী বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল

উত্তম কুমার পাল হিমেল/আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু পাকিস্থানী দুষরদের উদ্দেশ্য সফল হয়নি। দেশের জনগন ঠিকই ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়েছে। তাই দেশকে উন্নত দেশে পরিনত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎবার্ষিকী। উপলক্ষ্যে আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আব্দর রউফ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, এডভোকেট গতি গৌবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, নবীগঞ্জ প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাবেক সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন প্রমুখ। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ শাহানুর আলম ছানু, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার, ইকবাল আহমদ বেলাল, যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মহিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, এ্যাসিল্যন্ড অফিস প্রধান সহকারী আশফাকউজ্জামান চৌধুরী, প্রমূখ। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, থানা পুলিশ ও পৌর আওয়ামীলীগ। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী ও র‌্যালীটি উপজেলা পরিষদের সামন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল করিম, গীতা পাঠ করেন শিক্ষক বিপুল চক্রবর্তী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুলেমান আহমদ। পরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেধা বৃত্তি প্রদান ও যুব ঋন বিতরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর