,

বৃন্দাবন কলেজের সাবেক জিএস মুজিবুল হাই চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক জিএস মুজিবুল হাই চৌধুরী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর ঢাকার মিরপুর ২নং কলোনির মদিনা মসজিদের জানাজার নামাজ শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুজিবুর হাই চৌধুরী ১৯৫৬ সালে সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। তিনি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্থফা শহীদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সাথে রাজনীতি করতেন। ওই বছর তিনি কারাবরণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে তিনি ফুটবল, বাস্কেটবল ও টেবিলটেবিল খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। পরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। সেখানে ক্যাপ্টেন পদে থাকাকালীন সময়ে চাকুরি ছেড়ে দেন। তিনি ইরি প্রকল্পের উৎপাদক হিসেবে পূর্ব পাকিস্থানে ১ম পুরস্কার বিজয়ী হন। পরবর্তী সময়ে তিনি আবাসন ও ড্রেজিং শিল্পের সাথে সম্পৃক্ত হন। বহু স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি জড়িত ছিলেন। মরহুম মুজিবুল হাই চৌধুরীর জন্ম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুরে হলেও তিনি হবিগঞ্জ শহরতলী বহুলা গ্রামে বসবাস করতেন।


     এই বিভাগের আরো খবর