,

আউশকান্দির দি লিটল ফ্লাওয়ার জুনিয়র হাই স্কুলে দূঃসাহসিক চুরি

ষ্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি দি লিটল ফাওয়ার্স জুনিয়র হাই স্কুলে গত শুক্রবার দিবাগত গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দূর্বৃত্তরা স্কুলের ১১টি কক্ষ ও অফিসের তালা ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। জানাযায়, উপজেলার আউশকান্দি বাজারের অদূরে ইউসূফ নগরে দি লিটল ফাওয়ার্স জুনিয়র হাই স্কুলে কোন পাহারাদার না থাকায় রাতে ১১টি কক্ষের তালা ভেঙ্গে ১টা কমম্পিউটার, ১টা পানির মটর, ১২টা সিলিং ফ্যান ও অফিস কক্ষের ২টা আলমারী ভেংঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সহ ২য় সেমিষ্টার পরীক্ষার উত্তর পত্র চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জমির উদ্দিনের সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতি পূর্বে পাহারাদার থাকাকালীন সময়ে আরো ২ বার চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। উল্লেখিত ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রতিষ্ঠাতা সংঘটন বন্ধন সোসাইটির মধ্যে অজানা আতংক ও ক্ষোভ বিরাজ করছে। তবে, স্কুলের ফ্যান মটর এর পাশাপাশি কাগজ পত্র ও ২য় সেমিষ্টার পরীক্ষার উত্তর পত্র চুরি হওয়ায় অনেকেই বিষয়টিকে স্বাভাবিক চুরি হিসাবে মনে করছেন না। হয় তো এর পেছনে কোন কু-চক্রি মহল কাজ করছে বলে ধারনা করা হলে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর