,

নবীগঞ্জ হোমল্যান্ড আইডিয়াল স্কুলে বিজ্ঞান ও আই.সি.টি প্রযুক্তি মেলা

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১৯-০৯-২০১৫ শনিবার নবীগঞ্জে প্রথমবারের মত স্কুল ভিত্তিক হোমল্যান্ড আইডিয়াল স্কুলে বিজ্ঞান ও আই সি টি প্রযুক্তি মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। মেলার উদ্বোধন ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাপস আচার্য্য। মোট ১১টি স্টল বিজ্ঞান মেলায় এবং ৫টি স্টল আই সি টি মেলায় অংশ গ্রহন করে। বিজ্ঞান মেলায় ১ম হয় ১০ম শ্রেণীর ছাত্র সাজ্জাদ ও তার দল বিষয় “আদর্শ বাড়ি”। ২য় হয় ৭ম শ্রেনীর ছাত্র মিনহাজ ও তার দলের “আগ্নেয়গিরীর অগ্নোৎপাত”। আই সি টি তে ১ম হয় ১০ম শ্রেনীর ছাত্র এহসানুল হুদা রাবেক ও তার দল বিষয় “স্কুল ওয়েব সাইট”। ২য় হয় ৯ম শ্রেনীর ছাত্র রাজর্ষি চৌধুরী গৌরব ও তার দল বিষয় “আই সি টি’র ব্যাবহার”। মেলা শেষে পুরষ্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সম্মানিত সদস্য জনাব আব্দুল আহাদ ছাদী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনধীর দাশ।


     এই বিভাগের আরো খবর