,

সাতছড়ি উদ্যানে কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের কাজ শুরু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে আবাসস্থল ও ইকো-টোরিজম প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক ও স্টেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রকল্পের পরিচালক মোঃ আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে থেকে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ট্রেইলের মধ্যে ব্রীজ নির্মান, বন্যপ্রাণীর পানি সংকট দুর করার জন্য দুটি পুকুর খনন, সাইন বোর্ড, বিল বোর্ড, গাইড/ডিসপ্লে ম্যাপ, আমব্রেলা শেড, গোল ঘর, ওয়াশ রুম, পার্কিং এরিয়া পাকা করণ, ট্রেইল পাকা করণ, পাকের্র বিভিন্ন রাস্তা পাকা করণ, নিরাপত্তার জন্য কাটা তারের বেড়া ইত্যাদি। এসব অবকাঠামো নির্মানে ৯৫ লাখ ২৫ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়া ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি ওয়াচ টাওয়ার নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার), মোঃ সাঈদ আলী, (হবিগঞ্জ) সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ওয়াহেদ আলী চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সাইফুল আলম, সহকারি বন সংরক্ষক রেহান মাহমুদ, মোঃ সারোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা মাসুদ মোস্তফা, ঠিকাদার মামুন আহমেদ, চিত্ত দেববর্মা, জসিম উদ্দিন প্রমুখ। এসব প্রকল্পের কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সাতছড়ি জাতীয় উদ্যান আরো একধাপ এগিয়ে যাবে। বাড়বে পর্যটকদের নানা সুযোগ সুবিধা।


     এই বিভাগের আরো খবর