,

নবীগঞ্জে লন্ডন প্রবাসী ছানু মিয়ার জমির ধান কেটে নিয়ে গেছে ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী ও তার লোকজন ॥ থানায় মামলা

মির্জা হামজা ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে গত শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে লন্ডন প্রবাসি চানু মিয়ার প্রায় ১১ কেদার জমির পাকা ধান জোর র্পূবক কেটে নিয়ে গেছে ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী ও তার লোকজন। এ ব্যাপারে গত ৫ ডিসেম্বর সদরঘাট গ্রামের মৃতঃ আলফু মিয়ার পুত্র আব্দুল বাচির মিয়া বাদী হয়ে চেয়ারম্যানসহ ১০ ব্যক্তির নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায় গত শুক্রবার দুপুরে ইউপি চেয়ারম্যান এডভোকেট মাছুম আহমেদ জাবেদ আলী, পিতা-মৃতঃ জবাদ উল্লাহ, মকলিছ মিয়া, পিতা-মৃতঃ হাছন উল্লা, সবুজ মিয়া, পিতাঃ মন্তাজ উল্লাহ, সামত আলী, পিতা-মৃতঃ জব্বার উল্লাহ, মনা মিয়া, পিতা মৃত ফাতাই উল্লা, বজন মিয়া, পিতা অজ্ঞাত, রহমত আলী, পিতা- মনা মিয়া, ইউসুফ আলী, পিতা- মনা মিয়া, মোহাম্মদ আলী, পিতা-মৃতঃ জব্বার উল্লাহ, কাসেম আলী, পিতা অজ্ঞাত সহ ৩০/৩৫জন লোক লন্ডন প্রবাসী ছ্ানু মিয়ার প্রায় ১১ কেদার জমির ১৫০ মন ধান মূল্য অনুমান ১ লক্ষ টাকা জোর পূর্বক কেটে নিয়ে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে সদরঘাট গ্রামের মৃত আলফু মিয়ার পুত্র আব্দুল বাচির মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৮/৩৫৭ (নবী) তারিখ ০৫/১২/২০১৪ইং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.