,

ভালো কাজ পেলে সিনেমায় ফিরবেন হ্যাপি

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধযধঢ়ঢ়ুরেই ছোট ও বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গত বছরের জুলাই মাসে ঢাকাই ছবি ‘ধূমকেতু’র একটি আইটেম গানে নেচেছিলেন তিনি। সেই গানের ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ইউটিউবে। এই ছবিই কি হ্যাপির শেষ ছবি হবে, না আরো ছবিতে অভিনয় করবেন তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক হাসান। তিনি জানান, ভালো কাজ পেলে হ্যাপির ফেরার সম্ভাবনা আছে। শাফিক হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাপি এই আইটেম গানে ভালো কাজ করেছে। তার মধ্যে অভিনয় প্রতিভা আছে। আমি মনে করি, ভালো কাজ পেলে সে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’ হাসান যোগ করেন, ‘ভালো কাজ পেলে হ্যাপি চলচ্চিত্রে ফিরবে। তার এখনও কাজ করার ইচ্ছা আছে। কিন্তু কাজ করার মতো ছবি আগেও পায়নি, এখনো পাচ্ছে না। সে আমাকে বলেছে, ভালো কাজ হলে ডাকার জন্য। হ্যাপির বিষয়ে হাসান আরো বলেন, ‘তাকে আমি পারিবারিকভাবে চিনি। অনেক রুচিশীল একটি মেয়ে। যেকোন গল্পে সে কাজ করবে না। দর্শক আমাদের এই গান দেখলেও কিছুটা বুঝবেন। আমরা কিন্তু তাকে খারাপভাবে উপস্থাপন করিনি। সব মিলিয়ে বলব, এ ধরনের শিল্পীদের চলচ্চিত্রে প্রয়োজন। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। আইটেম গানটিতে হ্যাপি ছাড়াও দেখা যাবে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা পরী মণিকে। ছবির সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতের জোজো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.