,

বিশ্বকাপের পর ওয়ানডে ছাড়ার ঘোষণা আফ্রিদির

সময় ডেস্ক ॥ আগামী বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেয়ার ঘোষণা দিয়েছেন শহিদ আফ্রিদি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন পাকিস্তানের (৩য় পৃষ্ঠায় দেখুন) এই অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে দলের অধিনায়ক বর্তমানে তিনিই। মিসবাহ-উল-হকের চোটের কারণে সম্প্রতি নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেন আফ্রিদি। দল সিরিজ হারলেও আফ্রিদি ভালো ক্রিকেটই উপহার দেন। ১৬৪ স্ট্রাইক রেটে ২০৫ রান করেন আফ্রিদি। বল হাতে ওভারপ্রতি ৪.০৩ রান খরচায় নেন ৮টি উইকেট। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে চলা ওয়ানডে বিশ্বকাপের সময় আফ্রিদির বয়স হবে ৩৫। ১৯৯৬ সালে নাইরোবিতে আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথমবার ব্যাট করতে নেমেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন এই অলরাউন্ডার। ১৭ বছরের পুরানো রেকর্ডটি এ বছরের জানুয়ারিতে ভেঙে দেন নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ওয়ানডে ক্রিকেটে নিজের সবকিছু নিয়ে খুশি থাকলেও এই রেকর্ডটি হারানোয় একটু হতাশ আফ্রিদি। “আমি আমার অর্জন আর রেকর্ড নিয়ে খুশি। কিন্তু ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডটা হারানোটা আমার একমাত্র দু:খ।” এখন পর্যন্ত খেলা ৩৮৯ ওয়ানডেতে ২৩.৪৯ গড় ও ১১৬.২৯ স্ট্রাইক রেটে ৭ হাজার ৮৭০ রান করেন আফ্রিদি। ৩৩.৮৯ গড়ে উইকেট নেন ৩৯১টি। ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে সেমি-ফাইনালে তোলা আফ্রিদি ২০১০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.