,

নবীগঞ্জ শহরের ওসমানী রোডে ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোড রাজাবাদ পয়েন্টে, দোকান ঘরের ৫শতক ভূমিসহ সংলগ্ন ভূমির মালিকানা দাবী নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিরোশনে গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ এর অডিটোরিয়ামে এক সালিশ বৈঠক অনুষ্টিত হয়। এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি’র সভাপতিত্বে  আয়োজিত শালিসী বৈঠকে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান- এড: আলমগীর চৌধুরী, পৌর মেয়র- অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়াম্যান- আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউ/পি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হাই,নবীগঞ্জ সদর ইউ/পি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ,  দৈনিক হবিগঞ্জ সময় এর সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি ও প্যানেল মেয়র আহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাউসা ইউ/পি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কালিয়ার ভাঙ্গা ইউপি চেয়ারম্যান,মোঃ নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক শাহ্ আবুল খায়ের, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল মালিক, তৌহিদুল ইসলাম চৌধুরী তৌহিদ, উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর এটি এম সালাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ প্রমুখ। সভায় দীর্ঘ আলোচনা শেষে, এম.পি মুনিম চৌধুরী বাবু’র সমন্বয়ে গঠিত শালিস বোর্ডের মাধ্যমে, আগামী ২ নভেম্বর রোববার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরোধীয় ভূমি’র কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। এ সিদ্ধান্তের আলোকে, বিরোধীয় ভূমি’র পক্ষদ্বয়ের মতামত চাইলে, চরগাও গ্রামের মরহুম মনর মিয়ার পুত্র ফজল মিয়া, অপর পক্ষের আব্দুশ সহিদ সাহিদ মিয়া ও জন্তরী গ্রামের আব্দুস সাত্তারদ্বয় নিঃশর্ত ভাবে উপস্থিত বিচারক মন্ডলীর সিদ্ধান্তের প্রতি পূর্ণঃআস্থারেখে মতামত দেন।


     এই বিভাগের আরো খবর