,

নবীগঞ্জের কাজিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

নুরল আমিন পাঠান ॥ নবীগঞ্জের কাজিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ডায়গানষ্টিক সেন্টার সিলগালা ও দুই ভূয়া ডাক্তারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের স্থানীয় কাজিগঞ্জ বাজারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট এ.টি.এম সাইফুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে কাজিগঞ্জ বাজারস্থ আছকির মার্কেটের দু’তলায় অস্থিত শাহজালাল ডায়াগনষ্টিক সেন্টার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে সিলাগালা করা হয়েছে। (২য় পৃষ্ঠায় দেখুন) এসময় ওই ডায়াগানষ্টিক সেন্টার থেকে কম্পিউটার সহ ভিবিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এ সময় শাহজালাল ডায়াগনষ্টিক সেন্টারের সত্বাধিকারী ডাঃ নজরুল ইসলাম খোকন কে পাওয়া যায়নি। এ সময় তার প্যাড ও সাইনবোর্ড খোলে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়। এর পর ওই বাজারের দূর্গা ফার্মেসিতে অভিযান চালিয়ে ডাঃ ডি.পি সরকার ও আল রাইয়ান ড্রাগ হাউসে অভিযান চালিয়ে ডাঃ রেজাউল করিম কে ভূয়া ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারনার অভিযোগে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর