,

বানিয়াচঙ্গে বিশ ঢেলে গরু মারার অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পূর্ব শত্র“তার জের ধরে বিশ ঢেলে ২টি গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার বিকেল ৫ টায় জাতুকর্ণ পাড়া শরীফ উদ্দিন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। গত সোমবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানাযায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে আব্দুল খালিক ও তায়েব  আলী (৪৫) এর মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বিভিন্ন সময় তায়েব আলী গংরা আব্দুল খালিককে বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করার হুমকি দেন। এদিন আব্দুল খালিক তার বাড়ির পার্শ্বের জমিতে রোপনকৃত ধান গাছ কেটে এনে গরুকে দেন। ধান গাছ খাওয়ার পরপরই পালিত ৩টি গরু যন্ত্রনায় ছটপট করতে করতে ২টি মারা যায়। পরে পশু ডাক্তারের মাধ্যমে জানতে পারেন গরু ২টি বিষাক্রান্ত হয়ে মারা গেছে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা। এ ঘটনায় প্রতিবেশী তায়েব আলী, গাজি রহমান (৫০) ও শান্তিপাড়া এলাকার দিলু মিয়া (৩৫) কে আসামী করে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করেন গরীব কৃষক আব্দুল খালিক। বানিয়াচং থানার এস.আই শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি থানায় অভিযোগ ও ঘটনাস্থল পরিদর্শন করার সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর