,

বাহুবলে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন উদ্ধার করেছে মোবাইল কোর্ট। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রূপাইছড়া রাবার বাগানে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগানের ভেতর দিয়ে প্রবাহিত ‘রূপাইছড়া’ থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। এতে বাগানের রাবার গাছসহ বাগান ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় বাগান কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে হবিগঞ্জের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু পাচারকারী চক্রের সদস্যরা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করলে হবিগঞ্জের এ.এস.পি (সার্কেল) সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে একদল পুলিশ মোতায়েন করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ওই স্থানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন আটক করে। অবস্থা বেগতিক দেখে বালু পাচারকারী চক্রের সদস্যরা ঘা-ঢাকা দেয়।


     এই বিভাগের আরো খবর