,

আগামী রবি-সোমবার জামায়াতের হরতাল

সময় ডেস্ক ॥ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার, আগামী রবি ও সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে দলটি।  জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল বুধবার দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ৪টি অভিযোগে ফাঁসি ও ৪টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বিবৃতিতে নেতৃবৃন্দ দলের আমির নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা (২৪ ঘণ্টা) ও রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল আহ্বান করেন। এ ছাড়া শুক্রবার জামায়াতের আমির নিজামীর মুক্তি ও সাবেক আমির গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া অনুষ্ঠান ও শনিবার নিজামীসহ আটক সকল নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।


     এই বিভাগের আরো খবর