,

নবীগঞ্জে দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মুত্যু ॥ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাকিল হোসেন ॥ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গেদু উল্লা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছেন। (ইন্নাৃ..রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০বছর। গতকাল বুধবার বিকেল ৪ টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই আরিফ, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারন সম্পাদক রাকিল হোসেন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনিছুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান রাষ্ট্রের পক্ষ থেকে নিহত মুক্তিযোদ্ধার স্ত্রীর হাতে ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় তিনি তার প্রতি সম্মান জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা সে দিন যুদ্ধ করেছিলেন বলেই আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তাদের ঋণ কখনো শোধ হবার নয়। তিনি বলেন, যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, তাঁকে আমরা কোন ভাবেই ফিরিয়ে আনতে পারবনা। সবাইকে ধর্য্য ধরতে হবে। এ সময় তিনি রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাওঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা গেদু মিয়া গত ৪/৫ দিন পুর্বে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে মারা যান।


     এই বিভাগের আরো খবর