,

নবীগঞ্জে প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির ব্যাখ্যা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্যের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও মানহানীর লক্ষ্যে সংবাদকর্মীদের ভূল তথ্য প্রদান করে বিভিন্ন স্থানীয় দৈনিকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। গতকাল সংবাদপত্রে পদত্ত গুজাখাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি আব্দাল মিয়া তালুকদার স্বাক্ষরিত এক বার্তায় প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্যের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন। গত ২০ অক্টোবর প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে ম্যানেজিং কমিটির সহ সভাপতি আব্দাল মিয়া তালুকদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, গত ১৮ অক্টোবর বিভিন্ন স্থানীয় দৈনিকে ‘প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত। এলাকার একটি কুচক্রি মহল নিজেদের অনৈতিক দাবী পূরন করতে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে, প্রধান শিক্ষককে সমাজে হেয় প্রতিপন্ন করা ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার হীনমানসে কাল্পনিক অভিযোগ দায়ের করে সংবাদ কর্মীদের ভূল তথ্য পরিবেশন করে বিভিন্ন স্থানীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকৃতপক্ষে প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য একজন সৎ ও নিষ্টাবান শিক্ষক। তিনি দীর্ঘ ২২ বছর যাবৎ উক্ত বিদ্যালয়ে নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে আসছেন বিধায় ছাত্র-ছাত্রী, অভিবাবক ও এলাকাবাসীর সাথে সু-সম্পর্ক রয়েছে। উক্ত মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর