,

আজ বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাচন ॥ ১০ পদে লড়ছেন ১৮ প্রার্থী সভাপতি ও সহ সভাপতি বীনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আম্বিয়া আক্তার মুক্তা ॥ হবিগঞ্জের বাহুবল মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৫-২০১৬ ইং সেশনের) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের কার্যকরি কমিটির ৮টি সম্পাদকী ও ৩টি নিবার্হী সদস্যসহ ১১ পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন। এতে মোট ভোটার সংখ্যা ৪৩ জন। তন্মধ্যে সভাপতি পদে একাদিক প্রার্থী না থাকায় সাবেক সভাপতি নূরুল ইসলাম নুর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সহ সভাপতি দুই পদেও একাদিক প্রার্থী না থাকায় মোঃ নুরুল আমীন ও মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আব্দুল মজিদ শেখ, জালাল উদ্দিন আখনজী ও মো: শামছুদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক সানু, এফ. আর হারিছ ও সাইফুর রহমান জুয়েল। অর্থ ও দপ্তর সম্পাদক পদে এম.এ মজিদ তালুকদার ও মঈনুল ইসলাম। প্রচার সম্পাদক পদে মো: আজিজুল হক সেলিম ও দিদার এলাহী সাজু। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এম. সেলিম আহমদ আখনজী ও কাজী মাহমুদুল হক সুজন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল কাইয়ূম ও ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ এবং নির্বাহী সদস্য পদে তিনজন প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে ইসমাঈল মাহমুদ ফিরোজ, মোঃ নজরুল ইসলাম, সাজিদুর রহমান ও সিদ্দিকুর রহমান মাসুম। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ নুরুল ইসলাম মনি এবং নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন এম. সমুজ আলী রানা ও এম.এ জব্বার ফুল মিয়া।


     এই বিভাগের আরো খবর