,

চুনারুঘাটে চুরির অভিযোগে তাহিরকে গ্রাম থেকে উচ্ছেদ

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার চুনারুঘাট উপজেলার পশ্চিম ঘনশ্যামপুর জামে-মসজিদে জুম্মার নামাজের পর ইদু মিয়ার ছেলে চোর তাহিরের বাসতঘর ভাঙ্গার সিদ্ধান্ত নেন, স্থানীয় প্রবাসী মোঃ লিটন মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ তারা মিয়া, আকল মিয়া, জিতু মিয়া, ইসহাক মিয়া, মো: আ: হান্নান ও তাদের সাথে সহযোগীতা করেন স্থানীয় পল্লী চিকিৎসক মোহাম্মদ শামীম, সিপন মিয়া, মনু মিয়া, ফয়সল মিয়া, ওয়াকেদ মিয়া, ওয়াসিম মিয়া, মনির মিয়া, বিললাল মিয়া, শতাদিক মুসলিল ও এলাকার ঘন্যমান্য ব্যাক্তিবর্গ সহ গ্রামবাসী। প্রবাসী মো: লিটন মিয়া বলেন, ঘনশ্যামপুর গ্রামে কোন ধরনের চুরি, ডাকাতি, রাহাজানী ছিলনা। ইদানিং বেশ কয়েকটা ঘটনা ঘটার পর তিনি গ্রামবাসী দেরকে নিয়ে এ সিদ্ধান্তে যেতে বাধ্য হন। এর পূর্বেও গরু চুরি, মোবাইল চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুরির অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও আমু চা-বাগানে বাবু শামীম মিয়ার বাসায় দুঃসাহসিক চুরি করে। দিন দিন একটার পর একটা চুরি করেই আসেেছ। তাই এলাকার গ্রামবাসী ও মুসল্লিয়ান মিলে তার বাসতঘর ভাংচুর ও গ্রাম থেকে উচ্ছেদ করতে বাধ্য হন।


     এই বিভাগের আরো খবর