,

হবিগঞ্জে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নেই

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলায় এখনো ২৬ শতাংশ পরিবার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার থেকে পিছিয়ে রয়েছে। দরিদ্র আর অসচ্ছলতার করাণে এ সকল পরিবারের লোকজন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ল্যাট্রিন ব্যবহার করেতে পারছেন না। সরকারীভাবে গণস্বাস্থ্য বিভাগ ৩ বছর ধরে স্যানিটেশনের কোন উপকরণ বিতরণ করছে না। খোলা ও অস্বাস্থ্যকর সৌচাগার ব্যবহারের ফলে পরিবেশ মারাত্বক ভাবে দূষিত হয়ে বাড়ছে রোগ জীবানু। হবিগঞ্জ সদর উপজেলা গনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক জানান ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে স্যানিটেশন মাস। আমাদের বিভাগ থেকে স্যানিটেশন উপকরণ বিতরণ কর্মসূচী ৩ বছর ধরে বন্ধ রয়েছে। তাই স্যানিটেশন মাসে কাউকে কোন উপকরণ না দিয়ে শুধু সকলকে পরামর্শ দিচ্ছি। তিনি বলেন জেলায় ৩ লাখ ৬২ হাজার ১শ ৫৫ টি পরিবার, এর মধ্যে সরকারী, বেসরকারী ও নিজেস্ব উদ্যোগে ২ লাখ ৬৬ হাজার ৪শ ১১ টি পরিবার স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ল্যাট্রিণ ব্যবহার করছেন। এখনো ২৬ ভাগ পরিবার স্বাস্থ্য সম্মত ল্যাট্রিণ ব্যবহার করতে পারছে না। তথ্যানুযায়ী জেলার ৮ উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৪৪ হাজার ২ শ ৫১ টি পরিবার রয়েছে, এর মধ্যে ৩৫ হাজার ৭শ ৩০ পরিবার স্বাস্থ্য সম্মত ল্যাট্রিণ ব্যবহার করছেন। লাখাই উপজেলয় ২৭ হাজার ৭শ ৮৩ পরিবার, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিণ আছে ১৯ হাজার ৮শ ৬৮ পরিবারের। মাধবপুর উপজেলায় ৫৮ হাজার ২শ ২৩ পরিবারের মধ্যে স্যানিটেশন ল্যাট্রিণ ব্যবহার করছেন ৪০ হাজার ১শ ৫১ পরিবার। চুনারুঘাট উপজেলায় ৫৭ হাজার ২শ ৪৩ পরিবার আছে, স্যানিটেশন ব্যবহার করছেন ৪৮ হাজার ১শ ৭৮ পরিবার। বাহুবল উপজেলায় ৩৭ হাজার ৩শ ৩৪ পরিবারের মধ্যে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিণ রয়েছে ৩২ হাজার ৬শ ৪১ পরিবারের। নবীগঞ্জ উপজেলায় বসবাস করছেন ৫৭ হাজার ৩শ ৮৯ পরিবার কিন্তু স্বাস্থ্য সম্মত ল্যাট্রিণ ব্যবহার করছেন ৪০ হাজার ৪শ ৯০ পরিবার। বানিয়াচং উপজেলায় ৪৯ হাজার ৫শ ৩১ টি পরিবারের মধ্যে স্যানিটেশন আছে ৩৬ হাজার ৯শ ৫৮ পরিবারের। আজমীরীগঞ্জ উপজেলায় ২০ হাজার ৩শ ৫১ পরিবার, এরমধ্যে ১২ হাজার ৩শ ৯৫ পরিবার স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ল্যাট্রিণ ব্যবহার করছেন।


     এই বিভাগের আরো খবর