,

বেকারত্ব দুর ও কর্মসংস্থান সৃষ্টি করে সবাইকে কাজ করতে হবে, নবীগঞ্জে যুব দিবসে এম.পি মুনিম চৌধুরী বাবু

জুনাইদ চৌধুরী ॥ ৪৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আর্থ সামাজিক  নিরাপত্তায় সমবায়’ শ্লোগানকে সামনে নিয়ে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হাসনাহেনা। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনাহেনা ও যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (নবীগঞ্জ-বাহুল) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী। উপজেলা সমবায় সমিতি লিমিেিটড এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বাউসা ইউ/পি’র আরুয়া কলকলিয়া সমবায় সমিতি লিমিেিটড এর সভাপতি মোঃ সফিকুর রহমান ও সমবায়ী লিটন চন্দ্র সরকার। এ ছাড়া উপজেলার সমবায় সমিতি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ এবং উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমবায়ীদের নিয়ে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ মিলনায়তন সম্মুখে সমাপ্ত হয়। অনুষ্টানে সমগ্র উপজেলার সমবায় সমিতির মধ্যে ২য় বারের মতো শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে আরুয়া কলকলিয়া সমবায় সমিতি লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.পি মুনিম চৌধুরী বাবু বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সমবায়ের কোন বিকল্প নেই। আমাদের দেশে আজ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, এই বেকারত্ব রুদ করতে হলে সমবায়ের বিকল্প নেই। আমরাদেরকে আত্ম কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে হবে। আর এর মূল ধারা হচ্ছে সমবায়। দারিদ্রতাকে দূর করতে এখন সময়ের বির্বতনে এগিয়ে নিতে হলে এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করত হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, যুব সমাজের উন্নয়নে সরকারী বরাদ্দকৃত টাকা যদি স্বচ্ছতার সাথে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। দেশের উন্নয়নের পথে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে প্রতিহত না করলে কখনো দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, বেকারত্ব অভিশাপকে দুর করতে হলে সমবায়ের কোন বিকল্প নেই। প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থানে মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সভা  শেষে যুব ঋনের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর