,

রাস্তা বন্ধ করে গাড়ী লোড-আনলোডশায়েস্তাগঞ্জে যানজটে জন-জীবন বিপযস্ত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ শহর একটি ব্যস্ততম ও বৃহত্তম বানিজ্যক এলাকা। এখানে প্রাত্যহিক যানজট চরম আকার ধারন করেছে। প্রতিদিন শায়েস্তাগঞ্জে প্রধান সড়ক খেকে অলিগলিতে পর্যন্ত সকাল সন্ধ্যা যানজট, ট্র্যাক’জট ও রিক্সাজট লেগে থাকার ফলে জন দূর্ভোগ চরম আকার ধারন করলে ও এসব দেখার যেন কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, দাওউত নগর বাজার থেকে ইসলামী একাডেমি রাস্তা প্রযর্š— সড়কে  ট্রাক-পিকআপ-জিপ দাড় করিয়ে মালামাল লোড আনলোড করে আসছে। এমন কি কাঁচা বাজার রাস্তার মাথায় প্রধান সড়ক দখল করে পন্যভর্তি বিশালাকার ট্রাক পার্ক করে আনলোড করা হচ্ছে। এতে সড়কের সিংহভাগ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়ছে যানজট। চট্টগ্রাম থেকে আসা রড-সিমেন্টবাহী দানবাকৃতির ট্রাক ও কাভার্ডভ্যান সমূহ রাস্তার উপর রেখে আনলোড করা হয়। এই অবস্থা চলছে দির্ঘদিন ধরে। এখান দিয়ে গাড়ি অথবা রিক্সা তো দুরের কথা, পায়ে হেটে চলাচল করাই দায়। ভোগান্তি ও মুল্যবান কর্মঘন্টা নষ্ট হচ্ছে। উল্লেখ, সরেজমিনে আরও দেখা যায়, লস্কর পুর রেলগেইটের হাইওয়ে রাস্তার পাশ থেকে শুরু করে পুরান ব্রিজের মুখ পর্জন্ত খোয়াই নদীর বালু ও ট্রাক ট্রাক্টর দিয়ে রাস্তা বন্ধ করে চলে ব্যবসা। অথচ এই রাস্তা দিয়ে প্রতি দিন চলে হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত যানজটে বিপযস্ত জন-জীবন, কিন্তু এসব দেখার দেখার কেউ নেই। এই জনগুরুত্বপূর্ণ শহরকে যানজট মুক্ত করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তেক্ষেপ কামনা করছেন বৃহত্তর শায়েস্তাগঞ্জ শহরবাসী।


     এই বিভাগের আরো খবর