,

নবীগঞ্জের বানিপাতা গ্রাম পরিদর্শন করলেন এম.পি মুনিম চৌধুরী বাবু

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের বানিপাতা ও দৌলতপুরে জলমহাল ইজারাকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর গোপেন্ড সরকার পতিপক্ষের হামলায় নিতন হন। এ নিয়ে  বানিপাতা গ্রামে আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল সোমবার নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ফাড়িঁর ইনচার্জ মোঃ জাহাঙ্গীর  আলম। তিনি গ্রামবাসী ও নিহতের মেয়ে বাসনা রানী সরকার সহ এলাকার নেতৃবৃন্দের সাথে কথা বলেন। গ্রামবাসী হামলায় ভাংচুরকৃত মান্ডবঘর ও বাড়ীঘর ভাংচুরের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় তিনি নিহতের কন্যা বাসনা রানীকে সান্তনা দেন ও নিহতের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ২১ অক্টোবর দৌলতপুর বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৩ টি দোকানঘর পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর