,

মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে হবিগঞ্জ বাসির প্রত্যাশা মোঃ আশরাফ উদ্দিন

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে স্বল্প জনসংখ্যার জেলা হবিগঞ্জ, খাদ্যে উদ্বৃত্য এলাকা হিসাবে পরিচিত। পাহাড়, সমতল ভূমি ও হাওর বেষ্টিত জেলা হলেও এখানে প্রচুর ধান উৎপন্ন হয়, সেই সাথে প্রাকৃতিক মাছে ভরপুর। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রচুর ধান, মাছ হবিগঞ্জ থেকে সারা বৎসর বাংলাদেশের অনেক জেলায় সরবরাহ করা হয়। অতি বৃষ্টির ফলে বন্যায় এক সময় ধানের ব্যাপক ক্ষতি হত, বর্তমানে নদী ও হাওর রক্ষা বাঁধ দেয়ার ফলে অনেকটা নিরাপদ। এখানে ধান প্রধান কৃষি পন্ন হলেও সুষ্ট পরিকল্পনার মাধ্যমে মৎস চাষের উন্নয়ন করা গেলে বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ একটি উল্লেখ যোগ্য জেলা হিসাবে পরিনত হবে। মাননীয় প্রধানমন্ত্রী এসে যে সব কার্যক্রম বিশেষ করে যেমন গ্যাস সম্প্রসারন প্রকল্প ও বিদ্যুৎ প্ল্যান্ট সহ অন্যান্য কার্যক্রম উদ্ভোধন করার ফলে এবং কার্যক্রম চালু থাকলে অতি দ্রুত হবিগঞ্জ এর উন্নয়ন ঘটবে বলে নিশ্চিত বলা যায়। ইতি মধ্যে জেলার মাধবপুর ও সদর উপজেলার মহা সড়ক সংলগ্ন স্থানে যে সব শিল্প কারখানা গড়ে উঠেছে তাতে হাজার হাজান লোকের কর্মসংস্থান সহ এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে কিছু নিম্ন অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন সহ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হলে গার্মেন্টস শিল্পের সম্প্রসারন সহ ইপিজেট করার পরিকল্পনা নেয়া যেতে পারে। এখানে অনেক উদ্যোগী প্রবাসী রয়েছেন যারা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে নিজের এলাকার উন্নয়নের স্বার্থে পুজি বিনিয়োগ করে শিল্প কারখানা গড়তে আগ্রহ প্রকাশ করেছেন। এখানে স্থানীয় সংসদ এডভোকেট আবু জাহির সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় হবিগঞ্জ উন্নয়নের যে পরিকল্পনা নিয়েছেন আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সকল কার্যক্রম বাস্তবায়নে আমি সার্বিক সহযোগীতা করে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রত্যাশা হবিগঞ্জের গ্যাস হবিগঞ্জের প্রতিটি উপজেলায় সরবরাহের ব্যবস্থা করা আর যেহেতু হবিগঞ্জ থেকে ঢাকা সহ বাংলাদেশের সকল জেলার সাথে সুষ্ট যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং এখানে ছোট, বড়, মাঝারী ও ভারী শিল্প কারখানা গড়ার মত প্রচুর জায়গা রয়েছে তাই হবিগঞ্জে ইপিজেট সহ শিল্প নগরী ঘোষনা করা হউক। প্রধানমন্ত্রীর আগমন সার্থক হউক, সফল হউক।


     এই বিভাগের আরো খবর