,

সন্ধার পর অন্ধকারে ভাড়াটে লোক দিয়ে শো-ডাউনের অভিনব পন্থা

চুনারুঘাট প্রতিনিধি ॥ সন্ধার পর অন্ধকারে ভাড়াটে লোক দিয়ে শো-ডাউনের অভিনব পন্থা তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার চুনারুঘাট পৌরশহরের এ রকম একটি শো-ডাউন দেখা গেছে। প্রত্যদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, চুনারুঘাট পৌর শহরের গোগাউড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ী কাউছার উল গনির ছোট ভাই ইখতেখাইরুল গনি খাইরু গত নির্বাচনে চুনারুঘাট পৌর নিবার্চনে প্রাথী হন। এ সময় তিনি ৩য় অবস্থানে ছিলেন। এ বছর ও খাইরু গোগাউড়া গ্রাম থেকে মেয়র পদে প্রার্থী হচ্ছেন। এ ছাড়া একই গ্রামে থেকে পৌর নির্বাচনের হেভিয়েট প্রার্থী হিসেবে এ বছর প্রতিদ্বন্দ্বিতায় আসছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলাহাজ্ব আব্দুল কাদির লস্করের ছেলে তরুন ছাত্রলীগ নেতা আলাহাজ্ব জিল্লুল কাদির লস্কর। আব্দুল কাদির লস্কর চুনারুঘাট সদর ইউনিয়নে কয়েকবার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্যনীয় বিষয় হল, গতকাল শো-ডাউনে অধিকাংশ লোক ছিল বহিরাগত। কেউকেউ আবার অন্য প্রাথীর সমর্থক। লোকজন অভিনব শো-ডাউনে আসা লোকজনের মধ্যে অনেকে বলেন, নিবার্চন আসলে একটু এ রকম করতে হয়। সন্ধা পর শো-ডাউনে এ রকম পন্থা অবলম্বন করলে আমাদের পেট বাচে। নিবাচন চলে গেলে আমাদের আরতো কেউ দেখবে না। অপর কোন প্রার্থী চাইলে আমরা ওই শো-ডাউনে যাব। তবে শো-ডাউনটি করতে হবে সন্ধার পর। সূত্র জানায়, গতকাল ইফতেখারুল গণি খাইরু পৌর শহরের উপজেলা গেইট সংলগ্ন একটি নিবার্চনি অফিস উদ্বোধন করেন। পরে তিনি ওই অভিনব শো-ডাউনটি করেন।


     এই বিভাগের আরো খবর