,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে নবীগঞ্জবাসীর প্রত্যাশা অনেক

রাকিল হোসেন ॥ আগামী ২৯ নভেম্বর শনিবার সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে হেলিকপ্টার যোগে অবতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানার পাশ্ববর্তী এলাকাসহ নবীগঞ্জ উপজেলার সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দের ঢেউ বইছে। নবীগঞ্জ উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর হবিগঞ্জের নিউফিল্ডে জনসভাকে সফল করতে আওয়ামীলীগের বর্ধিত সভা প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। প্রশাসন একাধিক বৈঠক করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নবীগঞ্জ শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের সড়কের উপর অসংখ্য তোরণ নির্মান, প্লে-কার্ড পেষ্টুন টাঙ্গিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো হয়েছে। অবহেলিত নবীগঞ্জের লাখো জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঐদিনটিতে প্রধানমন্ত্রী নবীগঞ্জের দাবি পূরণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সনের ২৮ মার্চ সোমবার বিকালে নবীগঞ্জ জে.কে হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি মরহুম আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণকালে বৃহৎ জনসভায় বক্তৃতাকালে বলেছিলেন, অবহেলিত নবীগঞ্জবাসীর পাশে আমি থাকব। এই এলাকার উন্নয়ন করব। হবিগঞ্জ থেকে নবীগঞ্জে আসতে যেখানে আধা ঘন্টার পথ সেখানে আজ ৩ ঘন্টা পথ বেশী সময় ঘুরে মৌলভীবাজার শেরপুর ঘুরে নবীগঞ্জে আসতে হয়েছে। আমি যোগাযোগের এ সমস্যা দেখে গেলাম। কথা দিচ্ছি সরকারে গেলে যোগাযোগ সমস্যার সমাধান করব। নবীগঞ্জ ডিগ্রী কলেজ, জে.কে হাই স্কুল ও হীরা মিয়া গালস স্কুল সরকারী করন করা হবে। নবীগঞ্জের প্রবাসীরা যাতে দেশে সহজে বিনিয়োগ করতে পারে সে ব্যাপারে দেখবেন বলে আশ^াস দিয়ে ছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালের ১লা অক্টোবরে সিলেটের সাংগঠনিক সফরে নবীগঞ্জ নতুন বাজারে এক পথ সভায় বক্তৃতা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী দু’টি সফরই ছিল বিরোধী দলীয় নেত্রী হিসাবে তাই প্রত্যাশা ছিল কম। এবারকার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীগঞ্জের বিবিয়ানায় সকাল সাড়ে ১০টায় গ্যাস সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন, বিবিয়ানা ধনুয়া ৩৬ ইঞ্চি গ্যাস বিশিষ্ট উচ্চ-চাপ পাইপ সঞ্চালন লাইন উদ্বোধন, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক (এন-২) হাইওয়ে হতে বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংযোগ সড়ক উদ্বোধন, নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন, বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর ভিত্তি প্রস্তর স্থাপন, বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট-৩ (উত্তর ৪০০ মেঘাওয়াট, নবীগঞ্জ এর ভিত্তি প্রস্তর স্থাপন, বিজনাই ব্রীজ, নবীগঞ্জ (রসুলগঞ্জ-রইছগঞ্জ-পানিউমদা রাস্তা ৯০.১০০ মিঃ গার্ডার আরসিসি ব্রীজ নির্মাণ) এর ভিত্তি প্রস্তর স্থাপন, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় মতবিনিময় সভায় যোগদান করবেন। দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী হবিগঞ্জের নিউ ফিল্ডের জনসভার উদ্দেশ্যে হেলিকাপ্টার যোগে বিবিয়ানা ত্যাগ করবেন। নবীগঞ্জের দীঘলবাক, আউশকান্দি, ইনাতগঞ্জ ইউনিয়নসহ উপজেলার বিস্তর অঞ্চল জুড়ে দেশের অন্যতম বৃহত্তম বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। নবীগঞ্জ উপজেলার প্রাণের দাবি নবীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস। নবীগঞ্জ পৌর এলাকায় গ্যাস পৌছলেও লাখো মানুষের প্রাণের দাবি নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই। আওয়ামীলীগের ভোট ব্যাংক বলে খ্যাত পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে আজও বিদ্যুতের আলো পৌছায়নি। নবীগঞ্জের অসংখ্য গ্রাম আজও বিদ্যুৎ থেকে বঞ্চিত। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯ শয্যা বিশিষ্ট ভবনটি অর্থাভাবে নির্মাণ কাজ মূখ থুবড়ে পড়ে রয়েছে। প্রায় পৌনে চার লাখ জনসংখ্যা অধ্যুাসিত নবীগঞ্জ উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্স প্রায়ই অকেজো থাকে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সম্প্রতি বিবিয়ানা পরিদর্শনকালে বলেছিলেন, নবীগঞ্জ ৪০ কিলোমিটার বিদ্যুৎ লাইন দেয়া হবে, নবীগঞ্জের মানুষ প্রধানমন্ত্রীর কাছে তা বাস্তবায়ন দেখতে চায়। নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রধানমন্ত্রীর নবীগঞ্জের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, নবীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ স্কুল কলেজ সরকারী করন করার দাবি জানাচ্ছি। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হবিগঞ্জের জনসভাকে সফল করে তুলতে আওয়ামীলীগ তথা সর্বস্তরের জনসাধারণকে দলে দলে যোগদান করার আহবান জানান। তারা নবীগঞ্জ তথা হবিগঞ্জ জেলায় উন্নয়নে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নকে পুজি করে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপির নেতৃত্বে ৪টি আসন নেত্রীকে উপহার দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অত্যন্ত তৎপর রয়েছে, ইতিমধ্যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


     এই বিভাগের আরো খবর