,

মহাসড়কে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই ॥ সুতাং ব্রীজের পশ্চিম পাশের্^ করমাদপুরে গামছা পেছানো লাশ উদ্ধার

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ সিলেট-ঢাকা মহাসড়কে শায়েস্তাগঞ্জ করমাদপুর (সুরাবই) নামক স্থানে এক সিএনজি চালককে গামছা দিয়ে হাত-পা বেঁধে শ্বাস রূদ্ধ করে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে গেছে। সূত্রে জানাযায়, গত বুধবার অনুমানিক রাত ৯ টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তর এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে হবিগঞ্জের উচাইল বাজারে যাওয়ার জন্য রিজার্ভ হিসাবে ভাড়া করে নেয়। এ সময় ভাড়ায় আকৃষ্ট হয়ে চালক সোহেল মিয়া(২২) নামে এক যুবক, দেড়মাস পূর্বে ক্রয় করা নতুন অনটেষ্ট নাম্বার বিহীন সিএনজি নিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাবার সময় শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের মহাসড়কে সুতাং ব্রীজের পশ্চিমে ১শ গজ দূরে রাস্তার উত্তর পার্শ্বে করমাদপুর (সুরাবই) নামকস্থানে শ^াস রোদ্ধ হাত পা বাধাঁ মৃত অবস্থায় মাটিতে পরে থাকে এক যুবক। গতকাল বৃহস্পতিবার ভোরবেলা এলাকার লোকজন রাস্তাদিয়ে হাটতে গিয়ে দেখে মহাসড়কের উত্তর পাশের্^ যুবক মৃত দেখে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্জ মো: গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল সহ এলাকার মেম্বারকে বিষয়টি জানালে চেয়ারম্যান এসময় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিনুল হক মোবাইল ফোনে অবগত করেন। ওসির নির্দেশে থানার এসআই মো: মোবারক হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানায় লাশ আনার পর বিভিন স্থান থেকে শতশত লোক লাশ দেখার জন্য থানায় ভিড় করার পর মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তখন এক ব্যক্তি চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানকে অবগত করলে এ সময় করিমপুর গ্রামের সোহেলের পিতা-মাতা সহ আত্মীয় স্বজন কে জানালে থানায় এসে আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। মৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সদর ইউনিয়নের করিমপুর গ্রামের মো: আফরোজ মিয়ার প্রথম পুত্র। কিন্তু ৩ ভাই ১ বোনের মধ্যে সোহেল মিয়া সকলের বড়। এর আয় দিয়ে গোটা পরিবার চলে। থানায় আত্মীয় স্বজনের উপস্থিতিতে দুপুর পৌনে একটায় ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিনুল হক জানিয়েছেন এ প্রতিনিধিকে।


     এই বিভাগের আরো খবর