,

আলিফ সোবহান চৌধুরী কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ, পুলিশ প্রহরায় গভর্নিং বডির সভা ॥ ৩ শিক্ষার্থী বহিস্কার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত অধ্যক্ষ কক্ষে আটক করে রাখা হয় তাকে। এক ঘন্টা পর পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সভায় উপস্থিত হওয়ার জন্য গভর্নিং বডির সভাপতি হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া কলেজ ক্যাম্পাসে এসে পৌছলে বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা আরও ক্ষুদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ ঘটনায় গতকাল রবিবারের পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় সকাল ১১টায়। খবর পেয়ে বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার খাইরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশি প্রহরায় গভর্নিংবডির সভা ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় গভর্নিং বডি কলেজের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হল এইচ এসসি দ্বিতীয় বষের্র ছাত্র আরিফ, মাহবুব ও তামিম। জানা যায়, গত শনিবার প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে নির্ধারিত পরীক্ষা বাতিল করে সকাল ৯টার দিকে শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে বাস রিজার্ভ করে হবিগঞ্জ নিউ ফিল্ডে যান। জনসভায় ছাত্র/ছাত্রীরা তাদের মোবাইল, ভ্যানেটি ব্যাগ, বই-খাতা ও সেন্ডেল হারান। শুধু তাই নয়, অনেক ছাত্রী সেখানে শারিরীকভাবেও লাঞ্ছিত হয়। জনসভা শেষে রাতে নিজ দায়িত্বে বাড়ি ফিরে। পরে অভিবাবক ও শিক্ষার্থীরা এই কর্মকান্ডে কর্তৃপক্ষের উপর ক্ষুদ্ধ হন। এর জের ধরেই কলেজ ক্যাম্পাসে আন্দোলন।


     এই বিভাগের আরো খবর