,

হবিগঞ্জ বাসীর প্রত্যাশা পূরনের ভবিষ্যৎ ফলাফল মোঃ আশরাফ উদ্দিন

তোড়ন নেমে গেছে সব নেই আর সাজ সাজ রব
যেন হঠাৎ হবিগঞ্জ হয়ে গেল অনেকটা নিরব।
মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আসছিলেন, চলে গেলেন
এখন চলছে মূল্যায়ন হবিগঞ্জ বাসী কি পেলেন।
যতটুকু হলো আশা আকাঙ্খার প্রতিফলন

অনেকেই মুগ্ধ দেখে মহান নেতাদের মহামিলন।
লক্ষ্য অর্জনে থাকিলে ইচ্ছা পাওয়া যায় তার কিছু না কিছু ফল
মনে হয় পেয়েছেন সাংসদ আবু জাহির তার চেষ্টার ফসল।
যা পেয়েছেন তাতেই অনেক খুশী সব হবিগঞ্জ বাসী
আশ্বাষ পেয়েছেন ভবিষ্যতে আরও পাবেন বেশী।
দুঃখ শুধু নবীগঞ্জ উপজেলা বাসীর একটাই
আমার বুক চিড়ে চলে যাবে গ্যাস সেথায় আমার হবেনা ঠাই।
নতুন উপজেলা হবে মহা খুশী শায়েস্তাগঞ্জ বাসী
ঘোষনা শুনেই নেচে উঠলেন আর হাসলেন আনন্দের হাসি।
সেথায় চলছে এখন আনন্দ মিছিল আর মিষ্টি বিতরন
সবারই প্রত্যাশা অনতি বিলম্বে হয় যেন তার বাস্তবায়ন।
কৃষি নির্ভর বাংলাদেশ হবিগঞ্জের ভূমি উৎপাদনে শ্রেষ্ট কৃষিপণ্য
কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাষ অতি গুরুত্বপূর্ন হবিগঞ্জের জন্য।
ইতোমধ্যে সাংকৃতি চর্চ আর বিনোদন অবকাঠামো নির্মান শেষ
নিউ ফিল্ড তৈরীতে সুযোগ হলো সব খেলাধুলার পূর্নাঙ্গ পরিবেশ।
সরকারী ব্যবস্থায় নার্সিং ইনিসষ্টিটিউট, ব্যক্তি উদ্যোগে ডায়াবেটিক হাসপাতাল
স্বাস্থ্য সেবায় হবিগঞ্জ বাসীর ধরবে নতুন হাল।
সব শেষে মেডিকেল কলেজের আশ্বাস হলে বাস্তবায়ন
পূর্নাঙ্গ সফল হবে তখনই মাননীয় প্রধানমন্ত্রীর হবিগঞ্জ আগমন।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তাই আবার আসার রইল কামনা।
থাকবে আরও কৃতজ্ঞতা যারা করবে আসার ব্যবস্থাপনা।বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জেলা হবিগঞ্জ। পাহাড়, সমতল, হাওর বেষ্টিত এলাকার মাঝে রয়েছে মহা-মূল্যবান প্রাকৃতিক গ্যাস। হবিগঞ্জ জেলার শাহজিবাজার ও নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস উল্লেখযোগ্য। ইতোমধ্যে শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকায় ভারী, মাঝারী শিল্প কারখানা গড়ে উঠেছে। যেখানে বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা পূঁজি বিনিয়োগ করে পণ্য উৎপাদন সহ হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অথচ বিবিয়ানা অনেক বৃহত্তর গ্যাস ফিল্ড হওয়া সত্বেও নবীগঞ্জ উপজেলার অধীবাসী বৃন্দ গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট উদ্বোধন কালে বলেছেন যে এলাকা থেকে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সেই এলাকার দাবী থেকে যায় এবং সেই এলাকার অধিবাসীদের গ্যাস ব্যবহারের অধিকার রয়েছে। এই গ্যাস ব্যবহারে কৃষি শিল্পে বানিজ্যের সম্প্রসারন তথা অর্থিৈনতক সমৃদ্ধির প্রধান শক্তি অথচ এই সময় নবীগঞ্জ বাসীর পক্ষ থেকে বিবিয়ানার এই গ্যাস ব্যবহার করে নবীগঞ্জ এলাকায় শিল্প কারখানা গড়ে তুলতে চাই এই সঠিক ও ন্যায্য দাবিটি করতে পারেনি এটা আমাদের দুর্ভাগ্যই বলতে পারি। আজ যদি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব বেচে থাকতেন এই দাবি বাস্তবায়ন শেষে গ্যাস অন্য দিকে সরবরাহ হত। আজ নবীগঞ্জবাসী হতাসাগ্রস্থ। আমার বিশ্বাস ঢাকা-সিলেট রোডে শেরপুর থেকে বাহুবল পর্যন্ত রাস্তার দুই পাশে শিল্প কারখানা গড়ে উঠলে নবীগঞ্জ হবে সিলেট বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকর্ষনীয় ও অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা এই সিলেট বিভাগের অনেক প্রবাসী আক্ষেপ করে বলে থাকেন যে, আমাদের যথেষ্ট পরিমান পূঁজি থাকা সত্বেও নিজ দেশে উপযুক্ত পরিবেশের অভাবে বিনিয়োগ করতে পারছিনা। আমি মনে করি এখনই সেই সুবর্ণ সুযোগ এসেছে। পূজিঁ বিনিয়োগের যথার্ত সময় ও স্থান নবীগঞ্জ এলাকা। সিলেট বিভাগের আরও তিনটি জেলা মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ এর সীমানা নবীগঞ্জের সাথে যুক্ত শুধু সুনামগঞ্জের দিরাই উপজেলার আঞ্চলিক সড়ক মার্কুলিতে একটি ব্রিজ হলেই মাত্র দেড়ঘন্টায় সুনামগঞ্জ থেকে নবীগঞ্জ আসা সম্ভব। আমরা অত্র এলাকার জনগণ একটু সচেতন হলেই অতি দ্রুত এই সুযোগটি বাস্তবায়ন সম্ভব। তাই প্রথম উদ্যোক্তা হিসাবে নবীগঞ্জের সর্বস্তরের জনপ্রতিনীধি দলমত নির্বিশেষে ঐক্য বদ্ধ হতে হবে সেই সাথে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসীদের এগিয়ে আসতে হবে। এবং বড় বড় পূজি বিনিয়োগকারী হিসাবে মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের জনপ্রতিনিধি সহ প্রবাসীদের সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে।


     এই বিভাগের আরো খবর