,

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো চিকিৎসায় অবহেলার কারনে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে নব জাতকের স্বজন ও হাসপাতালের নার্স ও আয়াদের সাথে বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের পিতা বাহুবল উপজেলার চানপুর গ্রামের আব্দাল মিয়া জানান, গত রবিবার বিকেলে তার স্ত্রী সায়েদা খাতুন হবিগঞ্জ মার্তৃমঙ্গল হাসপাতালে একটি পুত্র সন্তান প্রশব করেন। শিশুটি সুস্থ অথচ কিছুটা দূর্বল হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক গতকাল সোমবার সকালে ওই নবজাতক তার মা সায়েদাকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর নবজাতকের অবস্থা অবনতি হলে তিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সুফিয়ানের নিকট নিয়ে যান। এসময় আবু সুফিয়ান বলেন, হাসপাতালে গিয়ে রোগী দেখার সময় হয়নি। ১০ টার সময় রোগী দেখব। জরুরী মনে হলে চেম্বারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে ওই নবজাতকের পিতা আব্দাল পাগলপ্রায় হয়ে হাসপাতালে ছুটে আসেন এবং কর্তৃব্যরত নার্সকে চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু নার্সের মন গলেনি। ফলে বিনা চিকিৎসাই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই নবজাতক। নবজাতকের পিতা এসময় ক্ষিপ্ত হয়ে নার্সের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার এসআই ইন্দ্রনীলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। উল্লেখ্য গত ১ মাসে ডাক্তার আবু সুফিয়ানের চিকিৎসার অবহেলা ও খামখেয়ালীপনার কারণে কমপক্ষে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ভাংচুরসহ অবরুদ্ধের ঘটনাও ঘটেছে। কিন্তু সিভিল সার্জন কিংবা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি।


     এই বিভাগের আরো খবর