,

হবিগঞ্জে কমছে সবজির মূল্য

কাজল সরকার, হবিগঞ্জ থেকে ॥ কাচাবাজারে পণ্যের দাম ধারাবাহিকভাবে কমছে। শীতকালীন সবজি বাজারে যথেষ্ট পরিমাণ আমদানি হওয়ার কারণেই এসব পণ্যের দাম কমতির দিকে। সেই সঙ্গে পেঁয়াজ ও রসুনের দাম আগের চেয়ে চলতি সপ্তাহে প্রতি কেজিতে মানভেদে ৪ থেকে ৫ টাকা কমেছে। জেলার কয়েকটি কাচাবাজার ঘুরে এমনটিই জানা গেছে। সবজি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজের (দেশি) দাম খুচরা বাজারে ৪০ টাকায়, বিদেশি পেঁয়াজ ৩২ টাকায় এবং রসুন প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ও রসুনের দাম আগের সপ্তাহের চেয়ে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা কমেছে। আগের সপ্তাহে পেঁয়াজের দাম খুচরা বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা, রসুন ৮০ টাকা টাকায় বিক্রি হয়েছে। চৌধুরী বাজারের ব্যবসায়ী রাজন এ প্রতিনিধিকে জানান, ‘পেঁয়াজের দাম পাইকারী বাজারে কম হওয়ায় খুচরা বাজারে কমেছে। এজন্য পেঁয়াজের বিক্রিও বেড়েছে। পেঁয়াজের দাম আরো কমবে বলেও মনে করেন তিনি। এদিকে বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিমের পাইকারী দাম ২৯ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩২ টাকায়। প্রতি হালি সাদা ডিমের দাম ৩৫ থেকে ৩৬ টাকা। যা খুচরা বাজারে প্রতি হালি ৪০ টাকা। হাসের ডিম প্রতি হালির দাম পাইকারী বাজারে ৩৬ থেকে ৩৮ টাকা। কিন্তু খুচরা বাজারে তা ৪০ টাকা থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম সপ্তাহের ব্যবধানে তেমন বাড়েনি। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি সিম ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ১০ থেকে ১৫ টাকা, করল্লা ২০ থেকে ২৫ টাকা, শশা ২০ থেকে ৩০ টাকা, জলপাই ২৫ থেকে ৩০ টাকা, গাজর ৩০ থেকে ৩৫ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি প্রতিটি ১৭ থেকে ২০ টাকা, বাঁধাকপি ১৬ থেকে ১৮ টাকা, কুঁমড়া ২৫ থেকে ৩০ টাকা, মুলা ১০ থেকে ১২ টাকায়, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, ঢেড়স ৩০ থেকে ৩৫ টাকা, বরবটি ২৫ থেকে ৩০ টাকা, মরিচ ৩০ থেকে ৩৫ টাকা, লাউ প্রতিটি (ছোট) ৩০ থেকে ৩৫ টাকা, লাউ (বড়) ২৫ থেকে ৩০ টাকা টমেটো প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্য পাইকারী বাজার থেকে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশিতে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া খুচরা বাজারে সবুজ শাক আটি ৫ টাকা, লাউ শাক ১০ টাকা, লাল শাক ৫ টাকা, মুলা শাক ৫ টাকা, পুঁইশাক ৫ থেকে ১০ টাকা, ডাটা ১০ থেকে ১২ টাকা, কলমি শাক ৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি সাদা ১২০ টাকা থেকে ১৩০ টাকা এবং লাল মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।


     এই বিভাগের আরো খবর