,

হবিগঞ্জে ৯ ডাকাত আটক অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, শীতে ঘন কুয়াশার কারনে সম্প্রতি ডাকাতদের উৎপাত বেশি লক্ষ্য করা গেছে। সে ধারবাহিকতায় পুলিশ শুক্রবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তিনি বলেন, আরো যে ডাকাত রয়েছে তারা যদি কোর্টে আত্মসমপর্ণ করে ডাকাতি ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে আর কোন নতুন মামলা দেয়া হবে না। ভাল হয়ে গেলে জনগনকে সাথে নিয়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে। তাছাড়া আটক ডাকাতরা জামিনে মুক্তি পেয়ে ডাকাতি ছেড়ে দিলে তাদের বিরুদ্ধেও কোন নতুন মামলা দেয়া হবে না। হবিগঞ্জ, লাখাই ও বানিয়াচংসহ বিভিন্ন থানার পুলিশ এ অভিযানে নেতৃত্ব দেয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ও নবাগত সাজিদুর রহমান। ওসিদের মধ্যে ছিলেন সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, লাখাই থানার ওসি মোজাম্মেল হক ও ডিবির ওসি মোক্তাদির চৌধুরী। আটকৃতরা হলো বানিয়াচংয়ের রিয়াজ, বাহার মিয়া, মারুফ আহমেদ, রেশন মিয়া, ছয়ফুল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার কুদ্রত আলী, শামীম মিয়া, জুয়েল মিয়া এবং লাখাই উপজেলার কাওসার মিয়া ও সোহেল মিয়া। এসময় তাদের কাছ থেকে ৫টি রামদা, লুন্ঠিত বেশ কিছু মোবাইল, ক্যামেরা, ঘড়ি, কাপড়-চোপড় উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় শতাধিক মামলা রয়েছে।


     এই বিভাগের আরো খবর