,

হবিগঞ্জের তরুণ ক্রিকেটারদের পাশে দাড়ালেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন ॥

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আজ বুধবার হবিগঞ্জবাসীর বহুদিনের লালিত স্বপ্ন আধুনিক স্টেডিয়ামে শুরু হবে খেলা। ইয়াং টাইগার অনুর্ধ-১৪ সিলেট অঞ্চলের খেলার মধ্য দিয়ে স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। যার প্রচেষ্টায় স্টেডিয়ামটি নির্মিত হয়েছে সেই হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন। এর আগেই ক্রীড়াঙ্গনের জন্য সুখবর এনে দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন। তরুণ ক্রিকেটারদের পাশে থাকার ঘোষনা দিয়েছেন তিনি। ২৪ ডিসেম্বর আধুনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক হবিগঞ্জ জেলা বনাম সিলেট জেলা। হবিগঞ্জের তরুণ ক্রিকেটাররা যে জার্সি পড়ে খেলবেন তার স্পন্সর হলেন নাজমুল হোসেন। শনিবার সকালে জালাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি এই জার্সি বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ। আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক মোঃ আমিনুর রশিদ এমরান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও নাজমুলের স্ত্রী। অনুষ্ঠানে নাজমুল হোসেন ঘোষনা দেন সব সময় তিনি অনুর্ধ-১৪ দলের পাশে থাকবেন। পাশাপাশি তুরণ ক্রিকেটারদের জন্য একাডেমী করারও আশ্বাস দেন তিনি। তিনি তরুণ ক্রিকেটারদেরকে সারা বছর অনুশীলন চালিয়ে যাওয়ার আহবান জানান। যারা পেশাদার ক্রিকেটার হতে চায় তাদেরকে ঢাকায় খেলার সুযোগ করে দেয়ারও প্রতিশ্র“তি দেন তিনি।


     এই বিভাগের আরো খবর