,

নবীগঞ্জে ভ্যানগাড়ি চাঁপায় সিএনজি চালক নিহত ॥ ভ্যান চালক আটক

আশাহিদ আলী আশা/ এ.মুজিবুর রহমান ॥ গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জনতার বাজারে একটি পিকআপ ভ্যানের চাঁপায় ঘটনাস্থলেই মোঃ কুতুব উদ্দিন (২৮) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন এবং অপর এক আরোহী আহত হয়েছেন। গুরুতর আহত ওই ব্যাক্তিকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতক ভ্যানগাড়ির চালক মোঃ রিপন মিয়া (২৬)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এলাকাবাসী ও প্রত্যদর্শি সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে একটি ভ্যানগাড়ি (ঢাকা মেট্রো ন ১৬৭০৬৫) নবীগঞ্জের আউশকান্দি থেকে নরসিংদী যাবার পথে উল্লেখিত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা সিএনজি আটো রিকশা (হবিগঞ্জ থ ১১-১৩৫৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোঃ কুতুব উদ্দিন (২৮) সিএনজি চালক নিহত হয়েছেন। গাড়িতে থাকা অপর অজ্ঞাত ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। হাইওয়ে ও নবীগঞ্জের গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানচলাচল চালুর ব্যবস্থা করে। নিহত আটোরিকশা চালক মোঃ কুতুব উদ্দিন নবীগঞ্জের বাজকাশারা গ্রামের আব্দুল আহাদের পুত্র। আটক ভ্যান চালক নরসিংদীর বেলাব উপজেলার সমশের আলীর পুত্র।


     এই বিভাগের আরো খবর