,

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্ভোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা সদরে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসনের জাকজমক পূর্ণ বর্ণাঢ্য আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্ভোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। মিলনায়তনের দু’পাশে বিভিন্ন বিভাগীয় ২০টি দর্শনীয় স্টল দিয়ে সাজানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই জাতীয় বিশেষজ্ঞ মানিক মাহমুদ, হবিগঞ্জ জেলা পরিষদ এর পধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হক ও কৃষি মন্ত্রনালয়ের ডিএস এম.এ ওয়াদুদ। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহানারা ফেরদৌসী’র পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে মাওলানা ক্বারী মো: সাদেক বিল্লাহ ও কার্তিক চন্দ্র নাথ। বক্তৃতা করেন ইউডিসি উদ্যোক্তা কল্পনা কানু, জেলা শিক্ষা অীফসার মো: রফিকুল ইসলাম, জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন প্রমুখ। উদ্ভোধনী অনুষ্টানে জেলা, উপজেলা প্রশাসন এবং বিভাগীয় কর্মকর্তা ছাড়াও জেলার ইউ/পি চেয়ারম্যান ও ইউডিসি উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন। ডিজিটাল মেলায় উল্লেখযোগ্য স্টল গুলির মধ্যে রয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন, নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বানিয়াচং উপজেলা ভূমি অফিস, বাংলাদেশ ডাক বিভাগ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, আইটি ইন্টেরিওর, হবিগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চুনারুঘাট উপজেলা প্রশাসন, হবিগঞ্জ সদর ডিজিটাল সেন্টার, মাধবপুরের ১০নং ছাতিয়ান ইউ.পি ডিজিটাল সেন্টার, হবিগঞ্জ গভ: হাইস্কুল, হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা বিদ্যালয়, লিজডা ট্রেনিং ইন্সটিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিএসএস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, হবিগঞ্জ ইনফো, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিকাপুর দারিদ্র কল্যাণ সংস্থা। সূত্রে প্রকাশ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জন দর্শনের জন্য উন্মোক্ত থাকবে। এ উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর শনিবার মেলার অভ্যন্তরে অনুষ্ঠিত হবে সেমিনার আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ, কুইজ ও আইসিটি অলিম্পিয়াড প্রতিযোগিতা। ২৮ ডিসেম্বর রবিবার সমাপনী দিনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটি দল ড্রোন (চালক বিহীন) বিমান ও সাবমেরিন প্রদর্শন করবে। ডিজিটাল সেন্টার এবং মাল্টিমিডিয়া কাস বিষয়ক সেমিনার ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।


     এই বিভাগের আরো খবর