,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটিয়ে উস্কানীর অভিযোগে গ্রেফতারকৃত ফজলুল হকের ৫ দিনের রিমান্ডের আবেদন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীবর্গ, আওয়ামীলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটিয়ে মানহানির অপচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত পল্লী চিকিৎসক মোঃ ফজলুল হককে হবিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ফজলুল হকের বিরোদ্ধে বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। জানা যায়, ফজলুল হক বাংলাদেশ আওয়ামীলীগ সরকার বিরোধী চরম বিদ্ধেষ ভাবাপন্ন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীবর্গও আওয়ামীলীগের নেতৃবৃন্দের মানহানি করার অপচেষ্টায় লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অশ্লিল ও মানহানিকর বক্তব্য প্রচার করতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ ও ছাত্রলীগকে ভৎর্সনা করে ফজলুল হক খালেদা জিয়াকে পাকিস্তানের বেনজীরের মতো ভাগ্যবরন করতে হবে বলে ফেসবুকে উস্কানীমূলক ষ্ট্যাটার্স প্রচার করে। তার কুরুচিপূর্ণ চরম মানহানিকর এ ষ্ট্যাটাসে প্রচারে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার লোক আওয়ামীলীগ ছাত্রলীগসহ আওয়ামীলীগ পরিবারে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার ষ্ট্যাটার্সে যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দেয়। এ ব্যাপারে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। এদিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে উস্কানী, মানহানিকর ষ্ট্যাসাস প্রদানকারী ফজলুল হকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।


     এই বিভাগের আরো খবর