,

কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফ কারাগারে

জুয়েল চৌধুরী ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন। পরে দীর্ঘ ১ ঘন্টা শুনানি শেষে দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট রোকেয়া আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীপক্ষে শুনানীতে অংশ নেন, এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, আলহাজ্ব সালেহ আহমদ, মঞ্জুর উদ্দিন শাহীন ও কামাল উদ্দিন সেলিমসহ শতাধিক আইনজীবি। এছাড়া বাদি পক্ষে ছিলেন পিপি আকবর হোসেইন জিতু, এপিপি আতাউর রহমান, এডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিকী, লুৎফুর রহমান তালুকদারসহ ২শতাধিক আইনজীবি। ইতোপূর্বে ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে চতুর্থ দফার সম্পুরক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ৩৫ জনকে আসামি করা হয়। ওই দিন আদালত হারিছ চৌধুরী, আরিফুল হক চৌধুরী এবং জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন।


     এই বিভাগের আরো খবর