,

সিলেট বিভাগে ৪র্থ স্থান অর্জন করে দারুল হিকমাহ নবীগঞ্জের ভাবমূর্তি উজ্জল করেছে মাও: আশরাফ আলী

স্টাফ রিপোর্টার ॥ গতকাল পূর্বতিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী উপরোক্ত কথা বলেন। মাদরাসার গর্ভনিং বডির সভাপতি দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দীন এর সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মাওঃ লুৎফুর রহমানের পরিচালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও পৌর প্যানেল মেয়র আলহাজ্জ ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাদরাসা অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, কমিটির সদস্য মাষ্টার আব্দুল মালেক চৌধুরী, সাইদুল হক চৌধুরী সাদিক, নুরুল হক, মোঃ আমীর উদ্দিন, আক্কাছ আলী, আজিজুর রহমান ও মাষ্টার আকিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে মাদরাসার ৮ম শ্রেণী ও ৫ম শ্রেণী সমপনী পরীক্ষার ঈর্ষনীয় ফলাফলের ভূয়শী প্রশংসা করে বলেন, মাদরাসা তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সিলেট বিভাগে ৪র্থ স্থান অর্জন করে নবীগঞ্জের ভাবমূর্তি উজ্জল করেছে। বিশেষ অতিথি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী অত্র মাদরাসার ধারাবাহিক সফলতায় সন্তুষ প্রকাশ করে প্রতিষ্ঠান প্রধানের দাবীর প্রেক্ষিতে একটি প্রজেক্টর প্রদানের আশ্বাস প্রদান করেন। পৌর প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী মাদরাসার উন্নয়নে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাদরাসার অধ্যক্ষ সমাবেশ চলাকালেই ৮ম শ্রেণী ও ৫ম শ্রেণী সমাপনী পরীক্ষার ফলাফল অবগত করেনঅ এ বছর জে.ডি.সি’তে মোট ৫৭ জন এবং ৫ম শ্রেণী সমাপনীতে মোট ৫৪ জন অংশ গ্রহন করে টানা ৫ম বারের মত শতভাগ সাফল্য অর্জন করে। ৮ম শ্রেণীতে ৮ জন অ+, ৪৩ জন অ, ৪ জন অ- ও ৩ জন ই গ্রেড পেয়ে সিলেট বিভাগে ৪র্থ স্থান, হবিগঞ্জ জেলায় ২য় স্থান এবং নবীগঞ্জ উপজেলায় ১ম স্থান অর্জন করে। ৫ম শ্রেণী সমাপনীতে ৩ জন অ+, ১৫ জন অ, ১৫ জন অ-, ১৩ জন ই, ও ৮ জন ঈ গ্রেড অর্জন করে। অত্র মাদরাসার পাঠাগারে বাগাউড়া নিবাসী মাষ্টার আকিকুর রহমান তার পিতার রুহের মাগফিরাত কামনায় তাফসীর ও ফিকহ’র কিতাব দান করেন।


     এই বিভাগের আরো খবর