,

নবীগঞ্জে নির্বাহী অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে সাড়াশী অভিযান ভ্রাম্যমান আদালতে ৬ মাদক সেবীকে জড়িমানা আদায় ও ১ ব্যবসায়ীকে ২ বছরের কারাদন্ড ॥

মোঃ জসিম তালুকদার ॥ মাদক ও সন্ত্রাশ মুক্ত নবীগঞ্জকে আধুনিক মডেল উপজেলা গঠনের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে সাড়াশী অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ২ বছরের কারাদন্ড ও ৬ ব্যক্তিকে ১৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে আউশকান্দি ও রুস্তমপুরসহ বিভিন্ন এলাকায় সাড়াশী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ জাবেল মিয়া নামের এক ব্যক্তি ও মাদক পান করার দায়ে ৬ ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ লুৎফর রহমান উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাজা পান ও বিক্রির দায়ে জাবেল মিয়াকে ২ বছরের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন এবং মাদক পান করার দায়ে ৬টি মামলায় ৬ জনকে মোট ১হাজার ৯শ টাকা জরিমানা প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর