,

হবিগঞ্জকে দখল ও দূষণমুক্ত করার দাবি হবিগঞ্জে পুরনো খোয়াই নদী এবং শহর পরিস্কার অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে খোয়াই নদী ও শহর পরিস্কার অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে ‘দেশটাকে পরিস্কার করি’ এ স্লোগানকে সামনে রেখে উক্ত কর্মসূচি শুরু করা হয়। প্রথম দিনে পুরনো খোয়াই নদীর স্টাফ কোয়ার্টার থেকে শ্যামলী এলাকা হয়ে শহরের একাংশ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পরিস্কার করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী। এর আগে স্টাফ কোয়ার্টার মাঠে হ্যান্ড ফর হেলপ আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন দুদক উপ-পরিচালক বেনজির আহমেদ, বাপা সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রভাষক ইসরাত মোমিন, সমাজসেবক রাবেয়া হক, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই প্রেসিডেন্ট ডা. এস.এস আল-আমিন সুমন, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোঃ মুজিবুর রহমান, রোটারিয়ান মাহমুদ ইকবাল, তাওফিক আহমেদ। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন এসএম মাইনুল, মোঃ মোস্তাকিম বিল্লাহ, আনোয়ার হাকীম তামিম, ইমরান, শোভন, ফাতিন। পরে আরডি হল প্রাঙ্গণে এসে কর্মসূচি সমাপ্ত হয়। কর্মসূচির সহায়তায় ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পৃষ্টপোষকতায় ছিল পরিবেশ বিষয়ক সংগঠন পরিবর্তন চাই। বক্তারা সমাপনী অনুষ্ঠানে পুরনো খোয়াই নদী দখল ও দূষণমুক্তসহ জেলা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানান।


     এই বিভাগের আরো খবর