,

জাতীয় শিশু পুরস্কার-২০১৫ জেলা প্রশাসক কন্যা প্রিয়ন্তির বিভাগীয় পর্যায়ে ছড়া গানও পল্লীগীতিতে ১ম স্থান অধিকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ও মিতা বেগমের ছোট মেয়ে তাহসিন আবেদীন প্রিয়ন্তী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে ছড়া গান ও পল্লীগীতিতে ১ম স্থান অধিকার করেছে। গত রবিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিয়ন্তী হবিগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ওই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার ছড়াগান ও পল্লীগীতি বিষয়ে কৃতিত্ব দেখানোর কারনে সে উল্লেখিত দুই প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে সে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেবে। প্রিয়ন্তী ইতোপূর্বে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের নিয়মিত অনুষ্ঠান আনন্দভুবনে সংগীত পরিবেশন করে দর্শকশ্রোতার মনজয় করে। সে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সংগীত শিক্ষক তন্বী দেব ও বিশিষ্ট কণ্ঠশিল্পী সিদ্ধার্থ বিশ্বাসের কাছে সংগীতে তালিম নিচ্ছে। প্রিয়ন্তী বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। তাছাড়াও সে হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের চিত্রাঙ্কন ক্লাসের নিয়মিত ছাত্রী।


     এই বিভাগের আরো খবর