,

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গৃহবধূর মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় কুলসুমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। সে বানিয়াচং সদরের শেখের মহল্লার মহুড়িপাড়া গ্রামের রিক্সা চালক দুলাল মিয়ার স্ত্রী। এ নিয়ে রোগীর স্বজনদের সাথে হাসপাতালের নার্সদের বাকবিতন্ডাসহ হট্টগোল
হয়েছে। এক্সরে ও ইজিসি রোমের দালালরা টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় এ ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন অনেকে। মৃত কুলসুমার স্বামী দুলাল জানায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সারাদিন হাসপাতালের মহিলা ওয়ার্ডের মেঝেতে পড়ে থাকলেও কোন ডাক্তার চিকিৎসা করেননি বা দেখতে আসেনি। বেলা ৩টার সময় ডাক্তার প্রদীপ কুমার দাস এসে কিছু না দেখেই বিভিন্ন পরীক্ষার পরামর্শ দেন। এসময় সে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালের এক্সরে ও ইজিসি রোমে গেলে দালালদের খপ্পড়ে পড়েন। দালালরা তাদের কাছ থেকে পরীক্ষা তাড়াতাড়ি করে দেয়ার কথা বলে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। নিরূপায় হয়ে তার স্ত্রীকে নিয়ে পুনরায় মহিলা ওয়ার্ডে ফিরে যায়। সন্ধ্যা ঘনিয়ে গেলেও কোন ডাক্তার নূন্যতম চিকিৎসা না দেয়ায় রোগীর অবস্থার অবনতি হয়। এতে নার্স তার সাধ্য মত চিকিৎসা দেন। বার বার ডাক্তারের কাছে ধর্ণা দিয়েও দুলাল বিফল হওয়ায় সন্ধ্যায় কুলসুমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সরেজমিন হাসপাতালে গেলে দেখা যায়, দুলাল তার সন্তানদের কে নিয়ে লাশের পাশে বসে আহাজারী করছে। এবং সাংবাদিকদের দেখে ঘটনার বিচার দাবী করেন। এব্যাপারে জরুরী বিভাগের ডাক্তার দেবাশীষ দাস জানান, রক্ত স্বল্পতার কারণে কুলসুমার মৃত্যু হয়েছে। আমাদের করার কিছু ছিল না।


     এই বিভাগের আরো খবর